উটের পিঠ থেকে পড়ে গুরুতর আহত অনন্ত জলিল
বাংলাদেশ-ইরানের প্রযোজনায় ‘দিন-দ্য ডে’মুভির শুটিংয়ে অংশ নিতে ইরানে আছেন অনন্ত জলিল। সেইখানেই উটের পিঠ থেকে পড়ে গুরুতর আহত হোন তিনি।
সেখানে শুটিংয়ে অংশ নেন অনন্ত জলিল। শুটিং করার সময় উটের পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর জানা গেছে, বুকের পাঁজরে মারাত্মক ব্যথা পেয়েছেন জলিল। তাকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘দিন-দ্য ডে’ ছবির শুটিং স্থগিত রাখা হয়। এরপরে চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে আছেন তিনি। সেইখানে তার বুকের ব্যাথা চরমভাবে ধারণ করেছে।
Please follow and like us: